এবার নতুন রিয়েলিটি শো সঞ্চালনা করবেন সালমান

Slider বিনোদন ও মিডিয়া

012619salman_kalerkantho_pic

 

 

 

 

২০১০ সাল থেকে জনপ্রিয় বিতর্কিত রিয়েলিটি শো বিগ বস সঞ্চালনা করছেন বলিউডের ভাইজান সালমান খান। আর তাঁর সঞ্চালনায় বিগ বস এতটাই জমে উঠেছে যে, বিগ বস আর সালমান খান যেন সমার্থক শব্দ হয়ে উঠেছে দর্শকদের কাছে।

এবার নতুন একটি রিয়েলিটি শো সঞ্চালনা করতে চলেছেন বলিউডের মোস্ট এলিজিব্যল ব্যাচেলার। তাহলে কি তাঁকে আর বিগ বসের সঞ্চালনা করতে দেখা যাবে না?

খুব শিগগিরই টেলিভিশনের পর্দায় আসতে চলেছে রিয়েলিটি টেলিভিশন শো ’১০ কা দম’-এর নতুন সিজন। আর এই রিয়েলিটি টেলিভিশন শোয়েরই সঞ্চালনা করতে দেখা যাবে সালমান খানকে। চ্যানেল কর্তৃপক্ষ জানিয়েছে, খুব শিগগিরই আসছে ’১০ কা দম’। কিন্তু এই শোয়ের সঞ্চালনা কি সালমান খানই করবেন? চ্যানেল কর্তৃপক্ষ নিশ্চিত করে জানিয়েছে, দাবাং তারকাই থাকতে চলেছেন সঞ্চালনার দায়িত্বে। বিগ বসের পরই তাঁকে এই রিয়েলিটি শোয়ের সঞ্চালনা করতে দেখা যাবে। সূত্র: ইন্টারনেট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *