বিশ্বের ১০০টিরও বেশি দেশে কমপক্ষে ১১ হাজার সন্ত্রাসবাদী হামলা হয়েছে ২০১৬ সালে। তাতে প্রাণহানির সংখ্যা ২৫ হাজারেরও বেশি।
আহত হয়েছেন কমপক্ষে ৩ হাজার। জঙ্গি হামলা যে সারা বিশ্বের অন্যতম বড় সমস্যা এই পরিসংখ্যানই তার প্রমাণ।
জঙ্গি হামলা বা জঙ্গি মনোভাবের শুরু বহু যুগ আগে। কিন্তু কখনই তা বিশ্বের ত্রাস হয়ে ওঠেনি। বেশির ভাগ ক্ষেত্রেই কোনও একটি নির্দিষ্ট দেশের ক্ষেত্রে তা সীমাবদ্ধ থেকেছে। অনাহার অশিক্ষা এই জঙ্গি মনভাবাপন্নকে বেড়ে উঠতে সাহায্য করেছে। এখন সবই হাঁটছে উলটো পথে। জঙ্গিরা বেশিরভাগ ক্ষেত্রেই যথেষ্ট শিক্ষিত হন। চেহারা এবং পারিবারিক পরিচয়ও যথেষ্ট সম্ভ্রান্ত হয়।
শিক্ষা, আহার পেয়ে চরমভাবাপন্ন মনোভাব ক্রমশ বেড়ে উঠেছে মানুষের মধ্যে। পরিসংখ্যানে চোখ রাখলে আরও একটা বিষয় স্পষ্ট হয়েছে। ১০০ দেশের ক্ষেত্রে জঙ্গি হামলায় বেশি শিকার হয়েছে পাঁচটি দেশ। জাতিসংঘের সেক্রেটারি জেনারেল অ্যান্টোনিও গুতেরেস শুক্রবার এই তথ্য-পরিসংখ্যান পেশ করেন।
গুতেরেস জানিয়েছেন, জঙ্গি হামলায় মৃত্যুর তিন চতুর্থাংশই মাত্র পাঁচটি দেশে সীমাবদ্ধ। সিরিয়া, ইরাক, আফগানিস্তান ছাড়াও এই তালিকায় রয়েছে নাইজেরিয়া এবং সোমালিয়া।
সূত্র: টাইমস অফ ইন্ডিয়া