ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূ হত্যায় স্বামীসহ ৫ জনের যাবজ্জীবন

Slider নারী ও শিশু

47a1ed2a64007f8d9e9065f408878782-59dc2bd4be62b

 

 

 

 

ব্রাহ্মণবাড়িয়ার গৃহবধূ ফাতু বেগম সীমু হত্যা মামলায় তার স্বামীসহ পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। মঙ্গলবার ওই আদালতের বিচারক মো. মঈন উদ্দিন এ রায় দেন।
কারাদণ্ড প্রাপ্তরা হলেন, নবীনগর উপজেলার বিদ্যাকুট গ্রামের সাবেক সেনা সদস্য রফিকুল ইসলাম (স্বামী), তার সহযোগী একই গ্রামের শামীম আহমেদ, পার্শ্ববর্তী কুড়িঘর গ্রামের আক্তার হোসেন, ছোট আক্তার হোসেন ও আরশ ডাক্তার।
বাদীপক্ষের আইনজীবী এসএম ইউসুফ জানান, গত ২০০৯ সালের ১০ জুলাই দিনগত রাতে নিহতের বাবার বাড়ি কুড়িঘর থেকে স্বামী রফিকুল ইসলামের সঙ্গে রিক্সাযোগে বিদ্যাকুট যাওয়ার পথে পূর্ব পরিকল্পনা অনুযায়ী রফিকুলের ভাড়া করা চার খুনি তাকে হত্যা করে। রফিকুল তার দ্বিতীয় স্ত্রী’র প্ররোচনায় সীমুকে হত্যা করে ঘটনাটিকে স্রেফ ডাকাতি বলে প্রচার করে। এ ঘটনায় রফিকুলের বাবা আবুল হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন। এই মামলায় ১৪ জন স্বাক্ষির স্বাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন। স্বামী রফিকুল ছাড়া বাকি আসামিরা বর্তমানে পলাতক বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *