সংবাদ সম্মেলনে অভিযোগ প্রকৃত অপরাধীদের হত্যা মামলা থেকে বাদ দিয়ে দিন মজুর প্রতিবন্ধি নিরীহদের নামে অভিযোগপত্র দাখিল

Slider ঢাকা

অসহায় পরিবার ২

 

 

 

 

রাতুল মন্ডল শ্রীপুর গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের জাহাঙ্গীর পুর গ্রামে সোমবার দুপুরে বারেক সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, শ্রীপুর থানার ৩৭(২)১৫ নং হত্যা মামলার ৪০ আসামীর মধ্যে মূল অপরাধীদের বাদ দিয়ে ২ নারীসহ নিরীহ ৭ ব্যক্তির নামে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। সংবাদ সম্মেলনে ৭ আসামীর পক্ষে অভিযোগে বলা হয়, মামলার বাদী সবুজ মিয়া গংদের সাথে তাইজ উদ্দিন গংদের জমি সংক্রান্ত বিরোধ বিদ্যমান ছিল। উক্ত ঘটনার জের ধরে ১৯ ফেব্রুয়ারী ২০১৫ তারিখের উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় বাচ্চু মিয়া (৩২) নিহত হন। নিহত হলে পরদিন তাইজ উদ্দিনকে ১ নম্বর আসামী করে ৪০ ব্যক্তির নামে শ্রীপুর থানায় হত্যা মামলা রুজু হয়। ভোক্তভোগীদের অভিযোগ, মামলার বাদী প্রভাবশালী ও বিত্তবান আসামীদের সাথে গোপনে টাকা ও জমির বিনিময়ে মামলার তদন্তকারী কর্মকর্তার সাথে যোগসাজসে মামলার অভিযোগপত্রে ৩৩ ব্যক্তিকে অব্যাহতি দিয়ে দুই পরিবারের নারীসহ সাত ব্যক্তির নামে অভিযোগপত্র দাখিল করেন। অভিযুক্ত দিন মজুরা হলেন, একই ইউনিয়নের নয়া পাড়া গ্রামের আঃ বারেক (৪০) ও তার ছেলে ফালান (২২) জাহাঙ্গীরপুর গ্রামের প্রতিবন্ধি আঃ ছামাদ (৩২) তার ছেলে বুলবুল (২০) কাজিম উদ্দিন (কাজি)(৪০)। বরেক গংদের অভিযোগ, ঘটনাস্থল থেকে ৫/৭ কিলোমিটার দূরে তাদের বসত বাড়ী। হত্যাকান্ডের ঘটনার বিষয়ে কিছুই জানা ছিল না তাদের। মামলার বাদীকে চাহিদা মত টাকা দিতে না পারায় ফেসে গেছেন হত্যা মামলায়। তাদের অভিযোগ প্রকৃত হত্যাকারীদের মামলা থেকে বাদ দিয়ে নিরীহদের ফাঁসিয়ে দেয়া হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *