যৌন হেনস্থার বিরুদ্ধে এবার অভিনব কায়দায় প্রতিবাদে নামলেন কয়েক জন মডেল। তারা শুধুই মাংস পিণ্ড নন।
রক্ত-মাংসের শরীরের বাইরে তাঁদেরও আবেগ, অনুভূতি, ভালোবাসা রয়েছে। তাই শুধুই তাঁদের ‘ভোগ্য’ ভাবা বন্ধ হোক। সুন্দরী প্রতিযোগিতার মঞ্চে অভিনব পোশাকে যৌন হেনস্তার বিরুদ্ধে রুখে দাঁড়ালেন মডেলরা।
‘মিস বাম বাম’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছিল ব্রাজিলে। পাঁচ জন মডেল গরুর মাংস দিয়ে তৈরি বিকিনি পরে এই প্রতিযোগিতায় নামেন। প্রায় ৫০ কেজি গোমাংস ব্যবহার করা হয়েছিল মডেলদের বিকিনি তৈরিতে।
সংবাদ সংস্থা দ্য মিরর-কে প্রতিযোগীদের এক জন এ প্রসঙ্গে বলেন, “আমাদের শুধুমাত্র মাংসের দলা মনে করা হবে কেন? অতিরিক্ত সেক্সি হওয়াটাই কি আমাদের অপরাধ? তা হলে হলিউড অভিনেত্রীরা! তাঁদের ক্ষেত্রে কী অজুহাত দেবেন?”
মাসখানেক আগেই হলিউড প্রযোজক হার্ভি ওয়ানস্টাইনের বিরুদ্ধে যৌন হেনস্থার মুখ খুলেছিলেন একের পর এক হলিউড অভিনেত্রী। সেই ঘটনা গোটা দুনিয়াকে নাড়িয়ে দিয়েছিল। প্রতিবাদের ভাষা হিসাবে উঠে আসে #মি টু।
সেই প্রতিবাদের আঁচ এ বার পৌঁছেছে ‘মিস বামবাম’ প্রতিযোগিতাতেও।