রাতুল মন্ডল শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুর পৌর শহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ পন্থায় ভেজাল বেকারী খাদ্য পণ্য তৈরি করার অপরাধে একটি বেকারীকে জরিমানা করা হয়েছে।
রোববার বেলা ১২ টার দিকে শ্রীপুর থানা পুলিশের সহযোগিতায় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. সোহেল রানা পৌর শহরের রেলওয়ে স্টেশনের পূর্র্বে অবস্থিত চিশতিয়া বেকারী এন্ড ফুডস কর্তৃপক্ষের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন। এসময় ভেজাল খাদ্য পরীক্ষক মো.রফিকুল ইসলাম পণ্যের মান পরীক্ষা করেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো.সোহেল রানা বলেন, শ্রীপুর উপজেলার কোন জায়গায় ভেজাল খাদ্য ও পণ্য তৈরি করে বাজারজাত করতে দেওয়া হবে না। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।