প্রধানমন্ত্রীর বাসভবনে বিমান হামলার ষড়যন্ত্র স্বীকার করলেন সাব্বির

Slider জাতীয়

221855sabbir

 

 

 

 

গ্রেপ্তারকৃত বিমান বাংলাদেশের সহকারি-পাইলট সাব্বির ইমাম প্রধানমন্ত্রীর বাসভবনে বিমান হামলার ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত থাকার কথা স্বীকার করেছেন।

সাত দিনের রিমান্ড শেষে আজ বুধবার মেট্রোপলিটন মেজিস্ট্রেট মো. শারাফুজ্জামান এর আদালতে এই স্বীকারোক্তি দেন তিনি।

তার স্বীকারোক্তি রেকর্ড করার পর আদালত ফের তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বিমানের ফার্স্ট অফিসার সাব্বির ও তার তিন সহযোগীকে গ্রেপ্তার করা হয় গত ৩০ অক্টোবর, সোমবার। এরপর ৩১ অক্টোবর, মঙ্গলবার তাদেরকে ৭দিনের রিমান্ডে পাঠানো হয়।

সাব্বিবের মাকেও রিমান্ডে নেওয়া হয়েছিল।

এর আগে গত ৭ সেপ্টেম্বর সাব্বিরের বাবা হাবিবুল্লাহ বাহার  আজাদকেও  জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে গ্রেপ্তার করা হয়।

সাব্বিরের বাবা আজাদ মিরপুর মাজার রোডের সেই বাড়ির মালিক যেখানে গত ৪ সেপ্টেম্বর থেকে পরিচালিত ৮৮ ঘন্টার এক জঙ্গিবিরোধী অভিযানে ৭ জন নিহত হয়েছিল। নিহতদের মধ্যে সন্দেহভাজন জঙ্গি আব্দুল্লাহও ছিল।

ওই ঘটনার পর থেকেই সাব্বিরকে বিমান বাংলাদেশের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। র‌্যাব জানিয়েছে সাব্বির জামাআতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) এর সদস্য এবং নিহত সন্দেহভাজন জঙ্গি আব্দুল্লাহর সহযোগী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *