পানিসম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি বলেছেন, খুব শিগগিরই তিস্তার পানি সমস্যার সমাধান হবে।
তিনি বলেন, ‘জলবায়ু পরিবর্তন ও পরিবেশের ভারসাম্য বজায় রেখে গঙ্গা ব্যারেজ নির্মাণ করতে পারলে বাংলাদেশ আগামী দিনে উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবে। সবার আগে প্রয়োজনে পানি সম্পদের সমন্বিত ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় গবেষণা ও তথ্য-উপাত্ত সংগ্রহ করে পরিকল্পনা গ্রহণ করা।’
আজ দুপুরে রাজধানীর মহাখালির রাওয়া ক্লাব মিলনায়তনে একটি সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেস (সিইজিআইএস) এক যুগ পূর্তি উপলক্ষে দিনব্যাপী এই সেমিনারের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. জাফর আহমদ খান ।
সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও পানি সম্পদ সচিব ড. এটিএম শামসুল হুদা, বিশিষ্ট পানি বিশেজ্ঞ ড. আইনুন নিশাত. পরিবেশ ও পানি বিশেজ্ঞ মুজিবুর রহমান, সুলতান আহমদ, সেলিম ভুইয়া, গিয়াস উদ্দিন আহম্দ, আফজাল হোসেন, আবদুল মালেক ও সাজ্জাদ হোসেন প্রমুখ।
ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেন, পানি সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা হলে নদী ভাঙন ও বন্যার ঝুঁকি ও ব্যবস্থাপনা সহজ হবে। এই লক্ষ্যে আমাদের নিজস্ব জ্ঞান ও মেধাকে কাজে লাগিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তথ্য-উপাত্ত সংগ্রহ করতে আরো বেশি গবেষণা কার্যক্রম জোরদার করতে সবাইকে এগিয়ে আসার জন্য তিনি আহ্বান জানান।
মন্ত্রী নদী ভাঙন রক্ষায় দেশের পানি বিশেজ্ঞদের জ্ঞান কাজে লাগানোর আহ্বান জানিয়ে বলেন, নদী ভাঙন রোধে নদীর গতি – প্রকৃতি পরিবেশ ও প্রতিবেশ সব দিক বিবেচনা করে পরিকল্পনা গ্রহণ করতে হবে। জনগণকে আরো বেশি সচেতন করতে হবে।
সেমিনারে সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও পানি সম্পদ সচিব ড. এ টি এম শামসুল হুদা বলেন, সিইজিআইএসকে কাজে লাগিয়ে আমি দেশের জাতীয় সংসদের নির্বাচনী এলাকা পুনর্গঠন করতে চেয়েছিলাম। তবে আপত্তি আর শুনানি করতে গিয়ে পুরোপুরি কাজে লাগাতে পারিনি। তিনি বলেন, আমাদের প্রতিপক্ষের সাথে আলোচনা করার সময় আমরা তথ্য উপাত্ত পাই না। তাই গবেষণা করে আমাদের ডাটা সংরক্ষণ করার জন্য উদ্যোগ নিতে হবে।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিইজিআইএসের নির্বাহী পরিচালক প্রকৌশলী মো. ওয়াজি উল্লাহ।
সেমিনারে অন্যান্য বক্তারা পানি সম্পদ ব্যবহার এবং গবেষণা কার্যক্রম বাড়ানোর জন্য সরকারের সহযোগিতা কামনা করেন।