এতে আহত হয়ে সাভারের উত্তর রাজআসন এলাকার আবদুল আজিজ নামের একজন নিহত হয়েছেন।
স্থানীয়রা জানান, বাঘের বাজারের পশ্চিম পাশে জুয়াড়ি শফিকুল ইসলাম শফি জুয়ার মাঠ চালাচ্ছেন। রাতে হাউজির টাকা নিয়ে দুই গ্রুপের কথা কাটাকাটি থেকে মারামারি হয়।
এ সময় আতঙ্কে অন্যরা ছোটাছুটি শুরু করেন। জুয়ার মাঠের টিনের বেড়া ভেঙ্গে আবর্জনার গর্তে পড়ে যান ১০-১৫ জন।
পরে তাদেরকে উদ্ধারে স্থানীয় জামাল উদ্দিনের ছেলে জিয়া, বকুল, সোহেল ও তাদের মামাতো ভাই মাহফুজ এগিয়ে যান।
তখন জুয়াড়িদের সাথে তাদের কথা কাটাকাটি হয়। এরপর শফি পুলিশ পাঠিয়ে তাদের আটক করান।
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ ও হাসপাতালের আরএমও প্রনয় ভূষণ দাস জানান, নিহতের লাশ কয়েকজন লোক ময়নাতদন্ত ছাড়াই জোর করে নিয়ে গেছেন।
এ ব্যাপারে হোতাপাড়া ফাঁড়ির এসআই সাইফুল মালেক দাবি করেন, বাঘের বাজার সংক্রান্ত ঘটনায় কোনো আটক নেই।