ভারতে আটক গরু ব্যবসায়ী মানিককে ফেরত দিল বিএসএফ

Slider রংপুর

(FILES) In this picture taken on August 19, 2005, Indian Border Security Force (BSF) personnel take part in a patrol along the border with Bangladesh, in the Fulbari district in the north-eastern state of West Bengal.  Indian security forces shot dead two Bangladeshi border guards while they were patrolling along the country's northwestern frontier, an official said July 18, 2008. Bangladesh Rifles chief Major General Shakil Ahmed told AFP the two guards suddenly came under attack by the Indian Border Security Forces (BSF) at midnight.   AFP PHOTO/STR/FILES (Photo credit should read STR/AFP/Getty Images)

এস. এম. মনিরুজ্জামান মিলন, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার কান্তিভিটা সীমান্তে আটক গরু ব্যবসায়ী মানিক(২৫) কে আনুষ্ঠানিকভাবে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক শেষে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

রবিবার সন্ধ্যা ৭ টায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এবং বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে মানিককে ফেরত পাঠানোরর সিদ্ধান্তের কথা জানায় বিএসএফ।

বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, পতাকা বৈঠক শেষে মানিককে পুলিশের কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মিজানুর রহমান বলেন, অবৈধভাবে প্রবেশের অভিযোগে মানিককে আটক করে বিএসএফ। তার বিরুদ্ধে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এর আগে, রবিবার (২৯ অক্টোবর) ভোরে বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের জুগিহার হরিনমারী গ্রামের মানিক হোসেন (২৫) ভারতে গরু আনতে গেলে ভারতের হাটখোলা এলাকার বিএসএফ সদস্যরা কান্তিভিটা সীমান্ত থেকে গরু ব্যবসায়ী মানিককে ধরে নিয়ে যায়। এসময় মানিকের সঙ্গে থাকা বাকিরা পালিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *