অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে ভয়াবহ ঝড়ের আঘাত, ব্যাপক ক্ষতি

সারাবিশ্ব

image_156526.cyclone_monica_26_apr_2006_0125zঅস্ট্রেলিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলের কুইন্সল্যান্ড রাজ্যে বৃহস্পতিবার সন্ধ্যায় ভয়াবহ ঝড় আঘাত হেনেছে। প্রচন্ড বাতাসের তোড়ে বেশ কয়েকটি বিমান উল্টে যায় এবং অনেক বাড়ির ছাদ উড়ে যায়। ঝড়ের পর এখন রাজ্যের সবচেয়ে জনবহুল নগরী ব্রিসবেনে ব্যাপক পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চলছে।
ভয়াবহ ঝড়ের সময় গলফ বলের আকৃতির শিলা পড়েছে। এতে গোটা এলাকায় ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়ের সময় বাতাসের একটানা গতিবেগ ছিল ঘন্টায় ১শ’ ৪০ কিলোমিটার। প্রচন্ড ঝড়ে বহু গাছপালা ভেঙে পড়ে এবং বিদ্যুতের তার ছিঁড়ে যায়। ফলে কমপক্ষে ৯০ হাজার বাড়িঘর বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে।
ব্রিসবেন নগরীতে রেল যোগাযোগ সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। ফলে যাত্রীরা বিভিন্ন স্থানে আটকা পড়েছে।
পরিবহণ মন্ত্রী স্কট এমারসন বলেন, ঝড়ে ১০ কোটি অস্ট্রেলীয় ডলারের ক্ষতি হয়েছে। গত ৩০ বছরের মধ্যে ব্রিসবেনে এই প্রথমবারের মত সবচেয়ে ভয়াবহ ঝড় আঘাত হানলো।
কুইন্সল্যান্ড রাজ্যের প্রধানমন্ত্রী ক্যাম্বেল নিউম্যান বলেন, ১৯৮৫ সালের পর এটাই সবচেয়ে ভয়াবহ ঝড়। তিনি আরো বলেন, এখন পর্যন্ত ১২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
রাষ্ট্রীয় মালিকানাধীন বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান এনারজেক্স বিদ্যুৎ সংযোগ পুনরায় চালূ করার নিরন্তর চেষ্টা চালাচ্ছে। তবে শুক্রবার সকাল পর্যন্ত ৬৮ হাজার বাড়িঘর বিদুৎবিহীন ছিল।
টিভি ফুটেজে দেখা গেছে, ঝড়ের পাশাপাশি প্রবল বৃষ্টিতে রাস্তাঘাট তলিয়ে গেছে। বিভিন্ন যানবাহনের প্রায় অর্ধেক অংশ জলমগ্ন হয়ে পড়েছে। উঁচু ভবনগুলোর জানালা ভেঙে চুরমার হয়ে গেছে। বিভিন্ন বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানের ছাদ উড়ে গেছে। ব্রিসবেনের আর্চারফিল্ড বিমানবন্দরে বেশ কয়েকটি হালকা বিমান উল্টে গেছে।
কুইন্সল্যান্ডের জরুরী সেবা সংস্থা জানিয়েছে, তারা জরুরী সহায়তার জন্য ৭শ’ টি অনুরোধ পেয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *