ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল ঘানার রাজধানী আক্রা৷ সেদেশের পরমাণু কেন্দ্রের সামনেই এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল, যে তা বোঝা গেছে প্রায় দু’মাইল দূর থেকেই৷ বহু দূর থেকে বিস্ফোরণের আগুনও দেখা গেছে৷ যার জেরে গোটা শহরে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে৷ হাজার হাজার মানুষ শহর ছেড়ে পালাতেও শুরু করেন৷ খবর দ্যা গার্ডিয়ানের।
বিস্ফোরণে নিহতের খবর পাওয়া গেছে। তবে সঠিক সংখ্যা জানা যায়নি৷ এছাড়া বেশ কয়েকটি গাড়ি ভস্মীভূত হয়েছে বলে জানা গেছে৷ ঘটনাস্থলে দমকল বাহিনী পৌঁছেছে৷ দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে যাচ্ছেন৷ আশপাশের এলাকায় আরও তিনটি গ্যাস ও পেট্রোল পাম্প রয়েছে৷ ফলে সেখানেও যাতে আগুন না ছড়ায়, সেদিকেও লক্ষ্য রাখতে হচ্ছে দমকলের কর্মীদের৷
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শনিবার সন্ধ্যায় গোটা শহর তীব্র বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে৷ সেখানকার গ্যাস স্টেশনে ওই বিস্ফোরণ হয়৷ আতঙ্ক আরও বাড়ে কারণ, ওই গ্যাস স্টেশনের সামনেই রয়েছে ঘানা অ্যাটমিক রিসার্চ সেন্টার৷ সেখানেই পরমাণু গবেষণা হয়৷ ফলে বড় দুর্ঘটনার আশঙ্কা সঙ্গে সঙ্গে শহরে ছড়িয়ে পড়ে৷ তবে শেষ পর্যন্ত তেমন কিছু ঘটেনি বলেই জানা গেছে৷