সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষা বাতিল

Slider ফুলজান বিবির বাংলা

52a0162be53f1ae393de02ef8f420840-59d8eb068235d

ঢাকা: সিনিয়র স্টাফ নার্স পরীক্ষা বাতিল করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আজ শনিবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে পরীক্ষা বাতিলের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

গতকাল শুক্রবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সিনিয়র স্টাফ নার্স পদে এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পিএসসি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পরবর্তী সময়ে এ পরীক্ষার তারিখ ও সময় জানানো হবে।

গতকাল পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর প্রশ্ন ফাঁস হয়েছে বলে অভিযোগ ওঠে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা হয়।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরে ৪ হাজার সিনিয়র স্টাফ নার্স ও ৬০০ মিডওয়াইফ নিয়োগ করা হবে পিএসসির অধীনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *