নৌপরিবহন মন্ত্রী বলেন, বিএনপির সব কথাই মনগড়া। প্রধান বিচারপতি শারীরিক বিশ্রামের জন্য ছুটি নিয়েছেন। বিচারপতি তাঁর নিজের চিঠিতেও এটি উল্লেখ করেছেন। এ জন্যই তাঁর ছুটি মঞ্জুর হয়েছে। এ নিয়ে বিএনপি পানি ঘোলা করার চেষ্টা করছে। প্রধান বিচারপতির ছুটি নিয়ে এ দেশে পাকিস্তানের মতো পরিস্থিতি সৃষ্টি করতে চায় তারা।
নৌপরিবহন মন্ত্রী বলেন, জাতীয় নির্বাচন সামনে রেখে প্রধান বিচারপতির ছুটি নিয়ে শান্তিপূর্ণ অবস্থাকে অশান্ত করতে চায় বিএনপি। কোনো দিনই দেশের মানুষ এটি করতে দেবে না।
এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক সৈয়দ ফারুক আহম্মদ, মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর কবির প্রমুখ।