ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলার শুনানিকালে হৃদরোগে আক্রান্ত ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট টিএম আকবরের মৃত্যু হয়েছে।
পুরান ঢাকার বকশীবাজারের অস্থায়ী ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক ড. মো. আকতারুজ্জামানের আদালতে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তিনি অসুস্থ হন।
পরে তাকে বারডেমে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।