সম্পাদকীয়: অনুচ্ছেদ ১০৩(এ),প্রধান বিচারপতির প্রসঙ্গ ইতি টানতে পারে!

Slider বাধ ভাঙ্গা মত সম্পাদকীয়

images

 

 

 

 

 

বাংলাদেশের প্রধান বিচারপতিকে নিয়ে যে ধুম্রজাল সৃষ্টি হয়েছে তা নিরসনে কি করা যায় সে বিষয়ে মতামত দিয়েছে আপলি বিভাগ। আজ এ   বিষয়ে এক আবেদনের পরিপ্রেক্ষিতে  দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা বলেছেন, সংবিধানের ১০৩ এর আওতায় এটি পড়ে কি না? পড়লে আমরা যেতে পারি।’ আইনজীবীদের শুনানীর পর তিনি আরো বলেন, ‘আমরা আপনাদের কথা শুনলাম। আমরা চিন্তা করে দেখব।’

এখন দেখা যাক, বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ১০৩ কি বলে। এই অনুচ্ছেদের ১০৩(এ) এ বলা হয়েছে,  আপীল বিভাগ এই মর্মে সার্টিফিকেট দান করিবেন যে, মামলাটির সহিত এই সংবিধান-ব্যাখ্যার বিষয়ে আইনের গুরুত্বপূর্ণ প্রশ্ন জড়িত রহিয়াছে;।  তাই মামলার আবেদন বিবেচনায় প্রধান বিচারপতির যথাযথ অবস্থান ও তার আইনী এবং সাংবিধানিক অধিকার সুরক্ষা হচ্ছে কি না? সে বিষয়ে আপীল বিভাগ  আদেশ দিতে পারেন।

যেহেতু বিচার বিভাগ স্বাধীন ও প্রধান বিচারপতি একজন নাগরিকও বটে। তার ছুুটি বা  অসুস্থতার বিষয়ে সরকারি বক্তব্য তার দপ্তর থেকে এখনো আসেনি।  বাংলাদেশ সুপ্রীম কোর্ট নীরব থেকে সরকারের পক্ষ থেকে যে বক্তব্য দেয়া হচ্ছে তা ধুম্রজালেরও সৃষ্টি করেছে।

সুতরাং আপিল বিভাগ সংবিধানের ১০৩ অনুচ্ছেদের যে কথা বলেছেন তা সঠিক।  ১০৩(এ) অনুচেছদ অনুসারে প্রধান বিচারপতির শেষ অবস্থান স্পষ্ট করা যায়।

 

PART VI

THE JUDICIARY
1CHAPTER I
THE SUPREME COURT

Jurisdiction of Appellate Division

103. (1) The Appellate Division shall have jurisdiction to hear and determine appeals from judgments, decrees, orders or sentences of the High Court Division.

(2) An appeal to the Appellate Division from a judgment, decree, order or sentence of the High Court Division shall lie as of right where the High Court Division –

(a) certifies that the case involves a substantial question of law as to the interpretation of this Constitution ; or

(b) has confirmed a sentence of death or sentenced a person to death or to imprisonment for life ; or

(c) has imposed punishment on a person for contempt of that division ; and in such other cases as may be provided for by Act of Parliament.

(3) An appeal to the Appellate Division from a judgment, decree, order or sentence of the High Court Division in a case to which clause (2) does not apply shall lie only if the Appellate Division grants leave to appeal.

(4) Parliament may by law declare that the provisions of this article shall apply in relation to any other court or tribunal as they apply in relation to the High Court Division.

 

ড. এ কে এম রিপন আনসারী

এডিটর ইনচীফ

গ্রামবাংলানিউজটোয়েন্টিফোরডটকম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *