রুটির দাম চাওয়ায় প্রাণ দিতে হল ছাব্বিশ বছরের রাম রতন নেগিকে! ভারতের উত্তরাখণ্ডের দিল্লি-মীরাট রোডের একটি রেস্তোঁরায় ওয়েটারের কাজ করতেন নেগি। বুধবার রাতে অন্যান্য দিনের মতোই খাবার পরিবেশন করছিলেন তিনি। ছয় যুবকের একটি দল সেখানে খেতে এলে গোলমাল বাঁধে। খাবারের দাম মেটানোর সময় তাদের নেওয়া অতিরিক্ত দুটো রুটির দাম দিতে চায়নি তারা। রাম রতন নেগি প্রতিবাদ করলে ওদের মধ্যে একজন আচমকাই বন্দুক বের করে গুলি চালিয়ে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় উত্তরাখণ্ডের গাড়ওয়ালের লোহাগড়ের বাসিন্দা নেগির।
রক্তাক্ত নেগি মাটিতে লুটিয়ে পড়তেই পালায় ওই যুবকের দল। তাদের বিরুদ্ধে পুলিশের কাছে খুনের অভিযোগ দায়ের করেছেন রেস্তোরাঁর মালিক। এই ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করতে না পারলেও, জিতেন্দ্র বলে এক ব্যক্তিকে শনাক্ত করেছে পুলিশ।
‘৯৯ সালে দিল্লির অভিজাত বারে এক পেগ মদের জন্য বহু লোকের চোখের সামনে প্রাণ দিতে হয়েছিল উঠতি মডেল জেসিকা লালকে। সেই ঘটনা নিয়ে হইচই হয়েছিল অনেক। তার পর ১৫ বছর কেটে গেলেও পরিস্থিতি যে কিছুই বদলায়নি দুটো রুটির দামের জন্য নিজের প্রাণ দিয়ে তা বুঝিয়ে রাম রতন নেগি।