নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় শুরু থেকে শেষ পর্যন্ত জড়িত ছিলেন র্যাব-১১এর তৎকালীন অধিনায়ক তারেক সাইদ ও আরেক কর্মকর্তা আরিফ হোসেন। এছাড়া অপর কর্মকর্তা এসএম রানা ওই সাত জনকে অপহরণ পর্যন্ত জড়িত ছিলেন। এ ঘটনায় অ্যাটর্নি জেনারেলের অফিসে দেয়া র্যাবের তদন্ত প্রতিবেদনে এমন তথ্য দেয়া হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তিনি জানান, গত ২৩ নভেম্বর র্যাবের তদন্ত প্রতিবেদনটি তিনি পেয়েছেন।
উল্লেখ্য, খুনের ঘটনার পরই আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার জামাতা তারেক সাইদ ও তাঁর অধঃস্তনদের বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগ ওঠে। পরে তাঁদের প্রথমে প্রত্যাহার এবং পরে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। ব্যাপক সমালোচনার মুখে পরে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁরা সবাই এখন কারাগারে।