পচেফস্ট্রমে বৃহস্পতিবার দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। প্রোটিয়া দলে নেই ডেল স্টেইন, ভারনন ফিল্যান্ডার কিংবা ডি ভিলিয়ার্স, ডুমিনির মতো অভিজ্ঞ ক্রিকেটাররা।
কিন্তু অধিনায়ক ডু প্লেসিস এ নিয়ে চিন্তিত নন, বরং বেশ ফুরফুরে মেজাজেই আছেন তিনি! কারন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান যে খেলছেন না প্রোটিয়াদের বিপক্ষে।টেস্টের আগে সংবাদ সম্মেলনে দ.আফ্রিকার অধিনায়কের কথায় সেই তৃপ্তিই শোনা গেল। ডু প্লেসিস বলেন, ‘তাদের জন্য এটা বড় ক্ষতি। সাকিব অসাধারণ ক্রিকেটার। বিশ্বের শীর্ষ অলরাউন্ডার হিসেবে সে অনেকদিন রয়েছে। সে যেকোনো কন্ডিশনে পারফর্ম করতে পারে। তার না থাকাটা অবশ্যই তাদের জন্য বড় ক্ষতি। আমি খুব খুশি যে সাকিব খেলছে না। ’
প্রসঙ্গত, আগামী ছয় মাস কোনো টেস্ট খেলতে চান না বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তার এমন আবেদনে বিসিবি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাকে বিশ্রাম দিয়েছে। তবে চাইলে দ্বিতীয় টেস্টে ফিরতে পারেন তিনি।