গাজীপুরে পারটেক্স চেয়ারম্যানের দুই ছেলের বিরুদ্ধে ৫০ লাখ টাকার চাঁদাবাজীর মামলা

গ্রাম বাংলা

73508_adalot shaja logo

গাজীপুর: ৫০ লাখ টাকা চাঁদা দাবির মামলায় আসামী হয়েছেন পারটেক্স গ্রুপের চেয়ারম্যান আবুল হাসেমের দুই ছেলে আজিজ আল কায়সার ও শওকত আজিজ রাসেল।

বৃহসপতিবার সন্ধ্যায় গাজীপুর সদর জয়দেবপুর থানা সূত্রে প্রাপ্ত এজাহারের কপি থেকে ওই তথ্য জানা যায়।

সূত্র মতে, দাবীকৃত ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে ১৫ বিঘা জমি জোরপূর্বক দখল করতে গিয়ে আটক হয়েছেন পাটেক্স গ্রুপের ৪৫ জন ক্যাডার। এই ঘটনায় দায়েরকৃত মামলায় ১ ও ২ নং আসামী পারটেক্স গ্রুপের চেয়ারম্যান আবুল হাসেমের দুই ছেলে আজিজ আল কায়সার(৪৮) ও শওকত আজিজ রাসেল(৪৬)। মামলায় সনাক্তকৃত ১৯ আসামীর মধ্যে পারটেক্স গ্রুপের পরিচালক মোঃ নুরুল হক, পারটেক্স ডেনিম এর পরিচালক শহিদুল হাসান, ও স্টোর ইনচার্জ মোঃ বাবু(৪২) সহ পারটেক্সের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারী রয়েছেন।

মামলার এজাহারে বলা হয়, গাজীপুর সদর জয়দেবপুর থানার রাজেন্দ্রপুর বাংলাবাজার এলাকায় মেসার্স আখন্দ ট্রেডার্স নামে ডেইরী ও পোলট্রি ফার্মের একটি প্রতিষ্ঠান রয়েছে। ১৯৯৮ সালে ওই প্রতিষ্ঠান ১৫ বিঘা জমি ক্রয় করে শিল্প প্রতিষ্ঠান স্থাপন পূর্বক জমি ভোগ দখল করে আসছে। সম্প্রতি পারটেক্স গ্রুপের চেয়ারম্যানের দুই ছেলে আজিজ আল কায়সার(৪৮) ও শওকত আজিজ রাসেল(৪৬) ওই ১৫বিঘা জমি জোরপূর্বক দখলের জন্য আখন্দ ট্রেডার্সের নিকট ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেয়ায় বৃহসপতিবার ভোররাতে আসামীরা ওই জায়গা জবর দখলের জন্য কয়েকশত লোক নিয়ে হামলা করে আখন্দ ট্রেডার্স ভাংচূর চালায়। সংবাদ পেয়ে জয়দেবপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে পারটেক্স গ্রুপের ৪৫ জনকে আটক করে থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে আখন্দ ট্রেডার্সের মালিক মোঃ জাকারিয়া হোসেন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ জানান, ওই জমির মালিক পুলিশের ৭৩ ব্যাচে ভর্তি মুক্তিযোদ্ধা আফছার উল মল্লিক। পুলিশ সুপার হিসেবে অবসরে গিয়ে ১৯৯৭ সালে তিনি মারা যান। ওই জমিতে আখন্দ ট্রেডার্স ব্যবসা করে আসছে। পারটেক্স গ্রুপ চাঁদার জন্য জমিটি দখল করতে গেলে আইনগত ব্যবস্থা নেয়া হয়।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *