রাজশাহীতে সাংসদ এনামুলের বিরুদ্ধে জঙ্গীবাদের অভিযোগে আওয়ামীলীগের সংবাদ সম্মেলন

Slider রাজশাহী সারাদেশ

6b5a0253b7a88365baf2b935d7e9978b-59ca423359532

 
রাজশাহী: বাগমারা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা সংবাদ সম্মেলন করে সংসদ সদস্য এনামুল হকের বিরুদ্ধে বিস্তর অভিযোগ তুলে ধরেন। ছ‌বি: শহীদুল ইসলামরাজশাহী-৪ (বাগমারা) আসনের সরকারদলীয় সংসদ সদস্য এনামুল হকের বিরুদ্ধে বিস্তর অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

আজ মঙ্গলবার দুপুর ১২টায় রাজশাহী নগরের একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলন থেকে তাঁর বিরুদ্ধে জেএমবি, সর্বহারা, জামায়াত সম্পৃক্ততা ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের নির্যাতনের অভিযোগ আনা হয়।

বাগমারা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের ব্যানারে এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। এতে সবার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবদুস সোবহান। লিখিত বক্তব্যে বলা হয়, বাগমারা আসনের সংসদ সদস্য এনামুল হকের মদদে এত দিন ঘাপটি মেরে থাকা জেএমবি, সর্বহারা সদস্যরা আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। একাধিক মামলার আসামি চিহ্নিত সন্ত্রাসী, সর্বহারা ও জেএমবি ক্যাডাররা এখন এনামুল হকের ছত্রচ্ছায়ায় এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করছে।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, উপজেলার গণিপুর, হামিরকুৎসা, যুগিপাড়া, গোয়ালকান্দিসহ বিভিন্ন ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিপরীতে প্রার্থী দাঁড় করিয়ে তিনি উপজেলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের মধ্যে উপদলীয় কোন্দল সৃষ্টি করেছেন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার পরও বাগমারায় জনপ্রিয় নেতাদের বিরুদ্ধে একের পর এক মামলা দিচ্ছেন এনামুল হক।

তা ছাড়া এই সংসদ সদস্যের বিরুদ্ধে বিভিন্ন প্রকার বরাদ্দের অর্থ আত্মসাৎ, শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ-বাণিজ্যের অভিযোগ আনেন আওয়ামী লীগের নেতারা।

এনামুল হক এলাকার ত্যাগী নেতা-কর্মীদের জন্য কাজ করেন না উল্লেখ করে সংবাদ সম্মেলনে বলা হয়, ভবিষ্যতে তাঁকে মনোনয়ন দেওয়া হলে বাগমারা আসনে আওয়ামী লীগের বিজয় সম্ভব নয়। তাঁকে মনোনয়ন না দিয়ে অন্য যে কাউকে মনোনয়ন দিলে সবাই দলীয় প্রার্থীকে মেনে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। দলকে বিজয়ী করবেন। একই সঙ্গে মামলা ও হয়রানি থেকে আওয়ামী লীগের নেতা-কর্মীদের বাঁচাতে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছিম আহমদকেও প্রত্যাহারের দাবি জানান নেতারা।

সংবাদ সম্মেলনে বাগমারা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম, উপজেলার তাহেরপুর পৌর মেয়র আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবর রহমান, উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আকবর আলী, সাংগঠনিক সম্পাদক জিয়াউদ্দিন টিপু, বাগমারা উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সাহার আলীসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এসব অভিযোগের বিষয়ে সংসদ সদস্য এনামুল হক বলেন, ‘সব কটি মিথ্যা ও বানোয়াট অভিযোগ। আমি দলের নির্বাচিত সভাপতি ও সাংসদ। আমার বিরুদ্ধে দলের সাধারণ সম্পাদক এভাবে প্রকাশ্যে অভিযোগ আনতে পারেন না। প্রতি মাসে সাংগঠনিক সভা হয়। সেখানে কখনো এ ধরনের কোনো অভিযোগ আনা হয়নি। আমি বিষয়টি কেন্দ্রে জানাব।’ বিএনপি-জামায়াতের মদদপুষ্ট হয়ে তারা এ ধরনের অভিযোগ করছে বলে দাবি করেন এনামুল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *