.
সিলেট প্রতিনিধি :: সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় দীর্ঘ বন্যার ধকল কাটতে না কাটতেই দেশব্যাপী বেড়েছে চালের দাম। ফলে বন্যায় ক্ষতিগ্রস্থ লোকদের প্রান অষ্ঠাগত। এরই মাধ্যে খোলাবাজারে চাল বিক্রি শুরু হয়েছে। ফলে খোলা বাজারে চাল বিক্রি কার্যক্রমে ব্যাপক সাড়া পড়েছে।
শনিবার থেকে উপজেলায় তিনটি কেন্দ্র থেকে খোলা বাজারে চাল বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। উপজেলা খাদ্য কর্মকর্তা লাকী রানী দে ৩০ টাকা কেজি মূল্যের খোলা বাজারের চাল বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন।
ডিলার রবীন্দ্র কুমার দাশ জানিয়েছেন, প্রতিদিন প্রতিটি কেন্দ্র থেকে প্রতিজনকে ৫কেজি করে চাল দেয়া হবে। প্রতিদিন ২০০ পরিবারের মধ্যে প্রতি কেন্দ্র থেকে ১টন চাল বিতরন করা হবে।
তিনি আরো জানান, যে হারে চাল বিক্রি হচ্ছে তাতে প্রতিদিনই ১ টন চাল বিক্রি হবে। চালের মান ভালো হওয়াতে চাল বিক্রির হার অনেক বেশী। এ কেন্দ্রে দুপুরের মধ্যেই ১৬২ জনের মধ্যে চাল বিক্রি হয়েছে। প্রতিটি কেন্দ্রে ১জন তদারকী কর্মকর্তা দেয়া হয়েছে।
.
বার্তা প্রেরক
হাফিজুল ইসলাম লস্কর