এইচপির ১৪-আর০২৯টিএক্স মডেলের ল্যাপটপ বাংলাদেশের বাজারে বিক্রি শুরু করেছে স্মার্ট টেকনোলজিস। ১৪ ইঞ্চি মাপের ডিসপ্লেযুক্ত এই ল্যাপটপে ব্যবহৃত হয়েঝে ইনটেলের চতুর্থ প্রজন্মের কোর আই থ্রি প্রসেসর।
বিপণনকারী প্রতিষ্ঠানটির সূত্রে জানা গেছে, এইচপির ১৪-আর০২৯টিএক্স মডেলের ল্যাপটপে দুই গিগাবাইট এনভিডিয়া জিফোর্স গ্রাফিক্স কার্ড রয়েছে বলে এতে উন্নত গ্রাফিকস সুবিধা পাওয়া যায়। ল্যাপটপটিতে চার গিগাবাইট র্যাম রয়েছে। এতে ৫০০ জিবি হার্ডডিস্ক সুবিধাও থাকছে।
ল্যাপটপ কিনলে এক বছরের বিক্রয়ত্তোর সেবা ও একটি ব্যাকব্যাপ দেবে স্মার্ট টেকনোলজিস। ল্যাপটপটির দাম ৪১ হাজার ৫০০ টাকা।
বিপণনকারী প্রতিষ্ঠানটির সূত্রে জানা গেছে, এইচপির ১৪-আর০২৯টিএক্স মডেলের ল্যাপটপে দুই গিগাবাইট এনভিডিয়া জিফোর্স গ্রাফিক্স কার্ড রয়েছে বলে এতে উন্নত গ্রাফিকস সুবিধা পাওয়া যায়। ল্যাপটপটিতে চার গিগাবাইট র্যাম রয়েছে। এতে ৫০০ জিবি হার্ডডিস্ক সুবিধাও থাকছে।
ল্যাপটপ কিনলে এক বছরের বিক্রয়ত্তোর সেবা ও একটি ব্যাকব্যাপ দেবে স্মার্ট টেকনোলজিস। ল্যাপটপটির দাম ৪১ হাজার ৫০০ টাকা।