সালমান খানের ভাই আরবাজ খানের স্ত্রী মালাইকা অরোরাকে বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসানের স্ত্রী শিশিরের সাথে দেখা যাবে।
জানা গেছে, ঢাকার একটি ফ্যাশন শোতে ক্যাটওয়াক করতে ভারতের মুম্বাই থেকে আসছেন মালাইকা। ২৮ নভেম্বর ঢাকায় পা রাখবেন তিনি। এদিন সন্ধ্যায় রাজধানীর হোটেল র্যাডিসন ওয়াটার গার্ডেনে ‘পন্ডস প্রেজেন্টস দ্য লাস্ট্রস রানওয়ে’ শিরোনামে আয়োজিত ফ্যাশন শোতে বাহারি পোশাক পরে হাঁটতে দেখা যাবে ৪১ বছর বয়সী এই অভিনেত্রীকে। এই আয়োজনে শো স্টপার হিসেবে অংশ নেবেন শিশিরও।
এ ফ্যাশন শোতে অংশ নিতে তাদের পাশাপাশি বাংলাদেশের বেশ কয়েকজন র্যাম্প মডেলও ক্যাটওয়াক করবেন। আয়োজকরা জানান, ডিজাইনারদের জন্য প্ল্যাটফর্ম তৈরির লক্ষ্যে দুই বছর ধরে ‘দ্য লাস্ট্রস রানওয়ে’ শিরোনামে ফ্যাশন শোর আয়োজন করা হচ্ছে। দেশের জনপ্রিয় মডেলদের পাশাপাশি অন্য দেশের মডেলরাও এখানে অংশ নেন। ডিজাইনারদের উৎসাহ দেওয়ার জন্য মালাইকা অরোরা খানকে আমন্ত্রণ জানানো হয়েছে।
জানা গেছে, ঢাকার একটি ফ্যাশন শোতে ক্যাটওয়াক করতে ভারতের মুম্বাই থেকে আসছেন মালাইকা। ২৮ নভেম্বর ঢাকায় পা রাখবেন তিনি। এদিন সন্ধ্যায় রাজধানীর হোটেল র্যাডিসন ওয়াটার গার্ডেনে ‘পন্ডস প্রেজেন্টস দ্য লাস্ট্রস রানওয়ে’ শিরোনামে আয়োজিত ফ্যাশন শোতে বাহারি পোশাক পরে হাঁটতে দেখা যাবে ৪১ বছর বয়সী এই অভিনেত্রীকে। এই আয়োজনে শো স্টপার হিসেবে অংশ নেবেন শিশিরও।
এ ফ্যাশন শোতে অংশ নিতে তাদের পাশাপাশি বাংলাদেশের বেশ কয়েকজন র্যাম্প মডেলও ক্যাটওয়াক করবেন। আয়োজকরা জানান, ডিজাইনারদের জন্য প্ল্যাটফর্ম তৈরির লক্ষ্যে দুই বছর ধরে ‘দ্য লাস্ট্রস রানওয়ে’ শিরোনামে ফ্যাশন শোর আয়োজন করা হচ্ছে। দেশের জনপ্রিয় মডেলদের পাশাপাশি অন্য দেশের মডেলরাও এখানে অংশ নেন। ডিজাইনারদের উৎসাহ দেওয়ার জন্য মালাইকা অরোরা খানকে আমন্ত্রণ জানানো হয়েছে।