চার বছর সমুদ্র পাড়ি দিয়ে কুয়াকাটায় স্যান্ডি রভসন

বিচিত্র
image_156038.kalapara kuakata sandy bovson pic (03)27.11.2014সমুদ্রপথে ফাইভার প্যাডেল নৌকাযোগে বিশ্ব ভ্রমণ করে রেকর্ড গড়ার জন্য ২০১১ সালে অস্ট্রোলিয়া থেকে যাত্রা শুরু করেন ৪৬ বছর বয়সী স্যান্ডি রভসন। পেশায় তিনি একজন শিক্ষক। প্রায় চার বছর ধরে নৌকা, বৈঠা, পাল, খাবার পানীয়সহ অভিযানের প্রয়োজনীয় উপকরণ নিয়ে সমুদ্র পথে বিশ্ব ভ্রমণের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন তিনি। নিজ দেশসহ জার্মানি, স্লোভাকিয়া, হাঙ্গেরি, সেবিয়া, মেসোডনিয়া, গ্রিস, তুর্কি, সাইপ্রাস, কম্বোডিয়া, শ্রীলঙ্কা হয়ে ভারতের সমুদ্র পথ ভ্রমণ করেন তিনি।
অবশেষে গতকাল বুধবার বিকেলে সমুদ্রপথে সুন্দরবন হয়ে কুয়াকাটা সমুদ্রসৈকতে পৌঁছান তিনি। কুয়াকাটার একটি আবাসিক হোটেলে রাত্রী যাপন করে আজ শুক্রবার সকালে তিনি চট্টগ্রামের উদ্দেশে যাত্রা শুরু করতে পারেন বলে কুয়াকাটা নৌপুলিশ নিশ্চিত করেছে।
স্যান্ডি রভসন সাংবাদিকদের জানান, পেশায় একজন শিক্ষক হয়েও তিনি ২০১১ সালে শুরু করেন তাঁর নৌপথের দুঃসাহসিক বিশ্ব ভ্রমণ। আগামী ২০১৬ সালে শেষ হবে তাঁর বিশ্ব জয়ের সমুদ্র ভ্রমণ। বাংলাদেশে আসার আগেও তিনি ফাইবারের তৈরি প্যাডেল নৌকার দাঁড় (বৈঠা) বেয়ে পাঁচ হাজার কিলোমিটার সমুদ্রপথ পাড়ি দিয়েছেন। এই ভ্রমণের মাধ্যমে বিশ্ব রেকর্ড করতে চান তিনি। আজ শুক্রবার স্যান্ডি রভসন কুয়াকাটা থেকে সোনাচর, হাতিয়া সন্দিপ, চট্রগ্রাম, কক্সবাজার এবং সেন্টমার্টিন্স হয়ে মিয়ানমারে যাবেন। সেখান থেকে পর্যায়ক্রমে থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, পাপুয়া নিউগিনি হয়ে নিজ দেশ অস্ট্রেলিয়ায় যাবে।
কুয়াকাটা নৌপুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই সঞ্জয় মণ্ডল কালের কণ্ঠকে জানান, যে হোটেলে তিনি বিশ্রাম নেবেন সেখানে তাঁর নিরাপত্তার জন্য একদল পর্যটন পুলিশ মোতায়ন করা হয়েছে। তিনি আরো জানান, দুই দিন আগেই তাঁর কুয়াকাটায় পৌঁছানোর কথা ছিল। নদী ও সমুদ্রে তীব্র স্রোতের কারণে আজ বৃহস্পতিবার বিকেলে কুয়াকাটা সমুদ্রসৈকতে পৌঁছান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *