শফিকুল ইসলাম ভূইয়া, বিশেষ প্রতিনিধি (গাজীপুর অফিস):
রোহিঙ্গারাও মানুষ এটাই পরিচয়, কে মুসলিম কে অমুসলিম সেটা বড় নয়। এই স্লোগানকে সামনে রেখে গত ১৬/০৯/২০১৭ ইং শ্রীপুর ট্যুরিজমের সভাপতি এবং সাধারন সম্পাদকের নেতৃত্বে ট্যুরিজমের সদস্যরা সকাল থেকে বাংলাদেশ বিজিবি’র অনুমতি নিয়ে বার্মার নির্যাতিত রোহিঙ্গাদের মাঝে এাণ বিতরণ করেন। সভাপতি খন্দকার মাসুদ রানা এবং সাধারন সম্পাদক মো: অারিফ মন্ডল জানায় মানবিক কারনে রোহিঙ্গাদের পাশে এাণ নিয়ে শ্রীপুর ট্যুরিজম। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল নতুন পুরাতন কাপড় সহ চাল,ডাল,চিড়া,চিনি, বিস্কিট,বাচ্চাদের দুধ,চকলেট, এবং খাবার সেলাইন যা এক হাজার পরিবারের মধ্যে বিতরন করা হয়। এক সময় ত্রাণের প্যাকেট শেষ হয়ে গেলে তাদের দূঃখ-দূরদশার কথা শুনে সবাই আবেগ আপ্লুত হয়ে পরেন। তখন যার পেকেটে যা ছিল তা দিয়েই এাণ সামগ্রী কিনে কিনে বিভিন্ন ক্যাম্পে বিতরন করেন। তারা উখিয়ার ঠেংখালি,কোতুপালং, বালুখালি সহ বেশকিছু রোহিঙ্গা ক্যাম্পে এাণ সামগ্রী বিতরণ করেন । এর আগে্ও শ্রীপুর ট্যুরিজম এাণ নিয়ে বন্যার্তদের পাশে দাঁড়ায়। ট্যুরিজমের সভাপতি ও সম্পাদক সহ সকল সদস্যরা এই অঙ্গীকার ব্যক্ত করেন যে বাংলাদেশের প্রতিটা প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে শ্রীপুর ট্যুরিজম। সেই সাথে বাংলাদেশ সরকার সহ দানশীল এবং বি্ওবানদের প্রতি নির্যাতিত রোহিঙ্গাদের পাশে থাকার আহবান জানান তারা।