‘শরণার্থী শিবিরের বাইরে গেলে রোহিঙ্গারা অবৈধ’

Slider গ্রাম বাংলা সারাদেশ
'শরণার্থী শিবিরের বাইরে গেলে রোহিঙ্গারা অবৈধ'


মিয়ানয়ার থেকে পালিয়ে আসা রোহিঙ্গারা শরণার্থী শিবিরের বাইরে ছড়িয়ে পড়লে প্রচলিত আইন অনুযায়ী অবৈধ ব্যক্তি হিসেবে গণ্য হবেন বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।

সোমবার দুপুরে পুলিশ সদর দফতরে সাম্প্রতিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ক আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

আইজিপি বলেন, মানবিক দিক বিবেচনা করে রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেওয়া হয়েছে। তাদের জন্য ২ হাজার একর জমিতে শরনার্থী শিবিরের ব্যবস্থা করা হয়েছে। কিন্তু নির্দিষ্ট শিবিরের বাইরে ছড়িয়ে পড়লে আইন অনুযায়ী অবৈধ ব্যক্তি হিসেবে গণ্য হবেন।

তবে মানবিক দিক বিবেচনায় কোনো রোহিঙ্গা নির্ধারিত এলাকার বাইরে পাওয়া গেলে তাদের আদালতে প্রেরণ না করে নির্দিষ্ট শিবিরে পাঠানো হবে বলে জানান আইজিপি। তিনি বলেন,
এ পর্যন্ত দুইশ’র বেশি রোহিঙ্গাকে বাইরে থেকে উদ্ধার করে শিবিরে পাঠানো হয়েছে।

তিনি বলেন, রোহিঙ্গাদের প্রবেশের সময় প্রথমে বিজিবি ও কোস্টগার্ড তাদের বাধা দিয়েছিলো। কিন্তু ২৭০ কিলোমিটার সীমানাজুড়ে রোহিঙ্গা স্রোতের মুখে আর বাধা দেওয়া সম্ভব হয়নি। পরে প্রধানমন্ত্রীর নির্দেশে মানবিক দিক বিবেচনায় বাংলাদেশে আশ্রয় দেওয়া হয়েছে।

এ কে এম শহীদুল হক বলেন, নির্ধারিত স্থানে তাদের জন্য বাসস্থান, খাদ্য, চিকিৎসা ও নিরাপত্তার ব্যবস্থ করা হয়েছে। রোহিঙ্গা ব্যক্তিদের আইডিকার্ড দেওয়া হচ্ছে, তাদের সবকিছু ডাটাবেইজে সংরক্ষিত থাকবে। সম্পূর্ণ ব্যবস্থাপনা এবং সামাজিক সমস্যা বিবেচনায় তাদেরকে নির্দিষ্ট স্থানে থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, রোহিঙ্গাদের ভিসা-পাসপোর্ট নেই, তারা বাইরে যাবেই বা কেন? তাদের যদি আইডি কার্ড না হয়, তাহলে ভবিষ্যতে সকল ধরনের সুবিধা থেকে বঞ্চিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *