মিয়ানমারের রাখাইন রাজ্যে নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হওয়ায় সোমবার থেকে আবারো খুলে দেয়া হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। সরকারি সংবাদপত্র গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার শনিবার এ খবর জানায়।
এ ব্যাপারে মাউংতাও শিক্ষা বিভাগের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, আশা করা হচ্ছে মাউংতাওয়ের বিভিন্ন গ্রামের অন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোও একই পন্থা অবলম্বন করবে।
প্রতিবেদনে আরও বলা হয়, এ অঞ্চলে বিদ্রোহী রোহিঙ্গাগোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (এআরএসএ) ও নিরাপত্তা বাহিনীর মধ্যকার সংঘর্ষ প্রশমিত হওয়ায় অভ্যন্তরীণভাবে গৃহহীন হয়ে পড়া মোট চার হাজার ২২০ জন তাদের গ্রামে ফিরে এসেছে। নিরাপত্তা বাহিনীর সহযোগিতায় তারা তাদের ঘরবাড়িতে ফিরে আসে। স্থানীয় কর্তৃপক্ষ এ অঞ্চলে আবারো শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার চেষ্টা করছে।
এর আগে, সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে গত আগস্ট থেকে এ রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখা হয়।
উল্লেখ্য, গত ২৪ আগস্ট রাতে রাখাইনে পুলিশ স্টেশন, সেনা ঘাঁটি ও সীমান্ত চৌকিতে হামলা চালায় এআরএসএ। রোহিঙ্গা বিদ্রোহীদের এ হামলার পর নতুন করে সেনা অভিযান শুরু হয়। এ সেনা অভিযানে নারী ও শিশুসহ অসংখ্য রোহিঙ্গা নিহত হয়। জীবন বাঁচাতে গ্রাম ছেড়ে বাংলাদেশ সীমান্তে আশ্রয় নেয় শরণার্থীরা। বাংলাদেশে ইতিমধ্যে প্রায় চার লাখ রোহিঙ্গা প্রবেশ করেছে বলে ধারণা করছে জাতিসংঘ।
সূত্র: সিনহুয়া