বিজ্ঞানের কল্যাণে সবক্ষেত্রেই এগিয়ে যাচ্ছে মানুষ। প্রযুক্তিতে ক্রমশ এগিয়ে যাচ্ছে বিশ্ব।
প্রত্যেক মিনিটে একটার পর একটা আবিষ্কার হয়ে যাচ্ছে বিশাল এই জগতে। শুধু একটা ক্ষেত্রেই যে এই আবিষ্কার হয়ে যাচ্ছে, তা কখনও নয়! তবে সবকিছুর মধ্যে যুদ্ধাস্ত্রে আবিষ্কারের মাত্রা অনেকটাই বেশি!শত্রু নিধনই হোক আর প্রতিবেশি রাষ্ট্রের হাত থেকে নিজ দেশকে রক্ষা করা সব কিছুর জন্যেই কার্যত প্রত্যেক দিন নিত্যনতুন সমরাস্ত্রের আবিষ্কার করে যাচ্ছে বিশ্বের প্রথম সারির দেশগুলো। সেই তালিকাতে রয়েছে অত্যাধুনিক শব্দের চেয়েও দ্রুতগামী ফাইটার জেট, স্টিলথ ফাইটার জেট ( যে কোন দেশের রাডারকে ফাঁকি দিতে পারে), লেজার মিসাইল, ক্রুজ মিসাইলসহ একাধিক সমরাস্ত্র। এখানেই শেষ নয়, প্রত্যেক দিনই নিত্যনতুন আবিষ্কার চলছে সমরাস্ত্রে।
আগামী প্রজন্মে আরও কি সমরাস্ত্র আসতে চলেছে? সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। যেখানে নেক্সট জেনারেশনের অস্ত্রগুলি দেখানো হয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক কী কী অস্ত্র রয়েছে? খবর কলকাতা টুয়েন্টিফোর।