দেশের রাজনীতিতে বিএনপি আগামীতে আর থাকবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী। আজ বুধবার দুপুরে আশুলিয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত সাভার উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি। সাজেদা চৌধুরী বলেন, বিএনপি-জামায়াত শুধু হুঙ্কার আর গর্জন করতে পারে। তাদের কোনো কার্যক্রম নেই। আগামীতে দেশে বিএনপির দল থাকবে কি না তা নিয়ে তিনি সংশয় প্রকাশ করেন।
এর আগে, দীর্ঘ এক যুগ পর বুধবার সকালে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সাভার উপজেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি মিসেস হাসিনা দৌলাকে পুনরায় সভাপতি, আলী হায়দারকে সাধারণ সম্পাদক ও মঞ্জুরুল আলম রাজীবকে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়। এদিকে, সম্মেলন উপলক্ষে সকাল থেকেই সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগের নেতা-কর্মীরা ব্যানার ফেস্টুন হাতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আশুলিয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে জড়ো হন। পরে জাতীয় ও দলীয় পতাকা এবং পায়রা ও বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন সৈয়দা সাজেদা চৌধুরী।
হাসিনা দৌলার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এমপি, সাবেক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী আব্দুল মান্নান, আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক দেওয়ান শফিউল আরেফিন টুটুল, সাবেক খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক, সাভারের সংসদ সদস্য ডা. এনামুর রহমান, সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা জেলা প্রশাসক হাসিনা দৌলা, সাধারণ সম্পাদক আলী হায়দার, যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব প্রমুখ। এ সময় সাভার উপজেলা ও পৌর আওয়ামী লীগের কয়েক হাজার নেতা-কর্মী উপস্থিত ছিলেন।