খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের উপস্থিতি এখন থেকে বায়োমেট্রিক পদ্বতিতে হবে। শিক্ষার্থীরা কলেজে প্রবেশের পর ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে নিজেদের উপস্থিতি নিশ্চিত করবে।
মঙ্গলবার দুপুরের দিকে আনুুষ্ঠানিকভাবে কলেজে এই কার্যক্রম চালু করা হয়। এ কার্যক্রমের উদ্বোধন করেন চেতন নাগরিক কমিটি’র (সনাক) সভাপতি প্রফেসর ড. সুধীন কুমার চাকমা।এসময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ শাহ আলমগীর, খাগড়াছড়ি সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুর সবুর খান, শিক্ষাবিদ প্রফেসর বোধিসত্ত্ব দেওয়ান প্রমুখ।
কলেজ সূত্রে জানা যায়, শিক্ষার্থীরা কলেজে আসার পর ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে তাদের উপস্থিতি নিশ্চিত করা হবে। কলেজে অনুপস্থিত থাকলে তাৎক্ষণিক পরিবারের কাছে এসএমএস যাবে বলেও জানানো হয়।