রোহিঙ্গাদের জন্য ত্রাণ নিয়ে চট্টগ্রামে এসেছে একটি মালয়েশিয়ার বিমান। আজ সন্ধ্যায় ‘এ৪০০এম’ নামের ওই ফ্লাইট বিমানবন্দরে পৌঁছে।
বিমানটিতে মালয়েশিয়ার সাতজন ক্রু রয়েছেন।শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের ম্যানেজার উইং কমান্ডার রিয়াজ উদ্দিন বলেন, ১২ টন ত্রাণ নিয়ে বিমানটি চট্টগ্রাম আসে। তারা চট্টগ্রামের জেলা প্রশাসক মো. জিল্লুুর রহমান চৌধুরীর কাছে ত্রাণসামগ্রীগুলো হস্তান্তর করবেন। ত্রাণসামগ্রীর মধ্যে খাদ্যদ্রব্য ছাড়াও রয়েছে পানি বিশুদ্ধকরণ ওষুধ, কাপড়, শ্যাম্পুসহ ১৪ পদের পণ্য।