সিরিয়া সংকটের মতো পরিস্থিতির সৃষ্টি হতে পারে

Slider
সিরিয়া সংকটের মতো পরিস্থিতির সৃষ্টি হতে পারে

দ্রততর সময়ের মধ্যে রোহিঙ্গাদের সহিংস সমস্যার সমাধান না হলে সিরিয়া সংকটের মতো পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করেছেন সুজন (সুশাসনের জন্য নাগরিক) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার।

তার মতে, সমস্যা সমাধানে বিশ্ববাসী ও বিশ্বমিডিয়াকে নিজেদের পক্ষে আনতে হবে।

আর এ কাজে দেশের বুদ্ধিজীবী ও পথিতযশা ব্যক্তিদের ব্যবহার করতে সরকারের প্রতি আহ্বান জানান সুজন সম্পাদক।

শনিবার ইস্ট-ওয়েস্ট মিডিয়ার কনফারেন্স কক্ষে ‘রোহিঙ্গা সংকটের শেষ কোথায়’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। দেশের আলোচিত এই ইস্যুটি নিয়ে বৈঠকের আয়োজন করে দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও বেসরকারি টিভি চ্যানেল নিউজটোয়েন্টিফোর।

বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজামের সঞ্চালনায় বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক এ কে আজাদ চৌধুরী, সংসদ সদস্য মঈন উদ্দীন খান বাদল, সাবেক মন্ত্রী জিএম কাদের, অধ্যাপক ড. মীজানুর রহমান, অধ্যাপক মাকসুদ কামাল, অধ্যাপক ড. জিয়া রহমান, অধ্যাপক ড. এম ওয়াহিদুজ্জামান, অধ্যাপক ড. জিনাত হুদা, অধ্যাপক ড. দেলোয়ার হোসেন, আবুল হাসান চৌধুরী, ওয়ালিউর রহমান, নজরুল ইসলাম, মেজর জেনারেল (অব.) মোহাম্মদ আলী শিকদার, মেজর (অব.) আখতারুজ্জামান, স্থপতি মোবাশ্বির হোসেন, কর্নেল (অব.) জাফর ইমাম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *