গাজীপুর: কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে মায়ানমারে মুসলিম নিধনের প্রতিবাদ জানিয়ে গাজীপুর জেলা বিএনপির নেতৃবৃন্দ রোহিঙ্গা মুসলমানদের জন্য ত্রান ও আশ্রয়ের দাবি করে মানব বন্ধন করেছেন।
আজ শুক্রবার জেলা বিএনপি সভাপতি ফজলুল হক মিলনের সভাপতিত্বে এবং যুগ্মসম্পাদক সাখাওয়াৎ হোসেন সবুজের সঞ্চালনায় উক্ত মানব বন্ধনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দাবীর পুনরুল্লেখ করে নেতৃবৃন্দ গণহত্যা ও নির্যাতনের শিকার অসহায় রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দিয়ে তাদের জীবন রক্ষার জন্য বক্তব্য রাখেন।
বিএনপির কেন্দ্রীয় নেতা আলহাজ্ব হাসান উদ্দিন সরকার, হুমায়ুন কবীর খান, ডা.মাজহারুল আলম, জেলা সিঃ সহসভাপতি সালাউদ্দিন সরকার, আফজাল হোসেন কায়সার, মাস্টার হুমায়ুন কবীর, আহাম্মদ আলী রুশদী, জেলা যুগ্ম সম্পাদক সোহরাব উদ্দিন, মাহবুব উল হক গোলাপ, পৌর বিএনপি সভাপতি মীর হালিমুজ্জামান ননী, বিএনপি নেতা মেহেদী হাসান এলিস, ভিপি আশরাফ হোসেন টুলু, আব্দুস সালাম শামীম, হান্নান মিয়া হান্নু, ভিপি জয়নাল আবেদীন তালুকদার, হুমায়ন কবীর রাজু, মোশারফ হোসেন খান, আসাদুজ্জামান সোহেল, মাফিকুর রহমান সেলিম, আতাউর মোল্লা, সুমন নাজমুল, নূরে আলম ছাত্রদল পৌর আহবায়ক জাহাঙ্গীর আলম, যুগ্ম আহবায়ক ইমরান রেজা, ইমরান আরিফ সহ বিপুল সংখ্যক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।