ঢাকা: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আশা করছেন আগামী অক্টোবরেই অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন। আজ সকালে সচিবালয়ে নিজ কার্যালয়ে কর্মকর্তাদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এ সময় তিনি ওই মন্তব্য করেন। তিনি রাখাইনে রোহিঙ্গাদের নির্যাতনের বিষয়ে বাংলাদেশ সরকারের উদ্বেগের কথা জানান।
আরো জানান এতে বাংলাদেশ সরকা ক্ষুব্ধ। তিনি বলেন, আমরা মনে করি রাখাইনের এই সমস্যা সমাধান করতে হলে প্রয়োজন আন্তর্জাতিক হস্তক্ষেপ। বাংলাদেশের নির্বাচন কমিশন সম্পর্কেও তিনি মন্তব্য করেন। তার মতে, নির্বাচন কমিশনের হাতে বড় কোনো কাজ নেই। তারা যা করছে তা হলো ভোটার তালিকা হালনাগাদ করা ও নির্বাচনী আসন পুনর্বিন্যাস। তার ভাষায়, এগুলো খুবই সামান্য কাজ। তাতে আমরা আশা করছি, আগামী বছরের অক্টোবরেই অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন। মিয়ানমারে রোহিঙ্গা সঙ্কট সম্পর্কে তিনি বলেন, মিয়ানমারের সঙ্গে আমরা ভাল সম্পর্ক রাখার চেষ্টা করছি। শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী অং সান সুচি রোহিঙ্গা ইস্যুতে যে পদক্ষেপ নিয়েছেন তা ঘৃণিত হয়েছে ও নিন্দিত হয়েছে। অর্থমন্ত্রী আরো বলেন, অং সান সুচি কিভাবে সরকারের এমন কর্মকাণ্ডের প্রতি সমর্থন দিয়ে যাচ্ছে, তা আমাদের বোধগম্য নয়।