ফার্গুসনে ন্যাশনাল গার্ড মোতায়েনেও থামছে না সহিংসতা

সারাবিশ্ব
image_155605.lead_fargusonতিন গুণ বেশি ন্যাশনাল গার্ড মোতায়েনের পরও যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের ফার্গুসনের উত্তপ্ত পরিস্থিতি থামানো যাচ্ছে না। ফার্গুসনের মেয়র বলছেন সময়মতো  শহরের দাঙ্গা দমনে ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়নি ফলে সহিংসতা আরও বাড়ছে। কৃষ্ণাঙ্গ কিশোরকে শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা গুলি করে হত্যার ঘটনায় গ্র্যান্ড জুরি তাকে নির্দোষ ঘোষণা করলে গত সোমবার রাত থেকে শহরে সহিংসতা শুরু হয়।
গতকাল মঙ্গলবার মেয়র জেমস নোলেজ জরুরি ভিত্তিতে সাধারন মানুষের জানমাল রক্ষার জন্য মিসৌরির গভর্ণরকে ফার্গুসনে আইন শৃঙ্খলা বাহিনীর আরও লোক পাঠানোর আহ্বান জানান। গভর্নর জে নিক্সন সহিংসতা বন্ধের লক্ষে তিন গুণ বেশী ন্যাশনাল গার্ড মোতায়েনের নির্দেশ দেন।
১৮ বছর বয়সী মাইকেল ব্রাউনকে গুলি করে হত্যার ঘটনায় পুলিশ কর্মকর্তা ড্যারেন উইলসনকে দোষী সাব্যস্ত করতে অস্বীকৃতি জানানোর পর সোমবার সেইন্ট লুই শহরতলী এলাকায় ব্যাপক সহিংসতা ও লুটপাট হয়। প্রেসিডেন্ট বারাক ওবামা এ ধরনের  ধ্বংসাত্মক কার্যকলাপের নিন্দা জানিয়ে বলেন, যারা অপরাধী এবং যারা এর জন্যে দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিৎ। গ্র্যান্ড জুরির সিদ্ধান্তে অনেকেই মর্মাহত হয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *