এম এ কাহার বকুল: লালমনিরহাট প্রতিনিধিঃ; লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার বন্যা কবলিত এলাকায় ত্রান বিতরন করেছে ফেসবুক পেজের মাধ্যমে নারীরাই।
শুক্রবার (১সেপ্টেম্বর) সকালে উপজেলার তিস্তার তীরবর্তী বাহাদুর পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ত্রান হিসেবে শুকনো খাবার প্যাকেট বিতরন করা হয়। মহিষখোচা ইউপি চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন চৌধুরী এ ত্রান বিতরনের উদ্বোধন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ফেসবুক পেজ নারী এডমিন খালিদ বিন মোজাহিদ, উপজেলা যুবলীগ নেতা রেজাউল করিম সোহাগ, ইউপি সদস্য আব্দুল মজিদ হোসত, মতিয়ার রহমান, আব্দুল মান্নান ও ইউপি সচিব আজহারুল ইসলাম আতিকসহ প্রমুখ। তিস্তার তীরবর্তি বন্যা কবলিত পরিবারকে ত্রান হিসেবে চাল, ডাল, আলু, চিনি, চিড়া, লবন, দেয়াশলাই, মোমবাতি, খাবার স্যালাইন বিতরন করা হয়।