কুরবানী ভাবনা
————- সাদিয়া তাহমিন মিশু
মুসলিম দ্বারে বিশ্বসভায়
আজ খুশি নাচে উচ্ছলতায়
এলো কুরবানী ঈদ,
অসহায় পশু চারিদিকে
চোখ গুলো সব ধূসর ফিকে
মনে ব্যথা সংগীত!
কে ভাই পশু করছো জবাই!
কোন স্বপ্ননের পূণ্য আশায়!
আছে কি পশু মনে?
থাকলে ও প্রাণে রিপুর জাল
দাও ছেড়ে যত পশুর পাল
নীরবে সঙ্গোপনে।
যে কড়িতে কর আয়োজন,
ছিল কি তাতে মিথ্যে গ্রহণ!
ছিল কি হকের চুরি?
যদি দেখ ভাই স্বচ্ছতা নাই
অবুঝ অবোধ পশুর গলায়
চালায়ো না গো ছুরি।
নোংরা পাত্রে কর কি আহার?
যাও কি স্নানে পঁচা জলাধার?
রাখ নোংরাতে চোখ?
নোংরা মনে কুরবানী তবে
বলতো ভেবে ভুল কি হবে
পশু খুনে উৎসব!
মনের ময়লা সাফ করে নাও
শুদ্ধ দৃষ্টি নয়নে ফিরাও
শুদ্ধ কর ও প্রাণ,
যা খোয়া গেলে কাঁদবে হৃদয়
অনুভব হবে বিষ- ব্যথাময়
দিও তারে কুরবান।