ঢাকা টেস্টে ক্রিকেটের পরাশক্তি অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বসেরাদের প্রশংসায় ভাসছে টিম বাংলাদেশ। চতুর্থ দিনেই অসিদের এমন লজ্জার হার টাইগার শিবিরে আনন্দের জোয়ার এনে দিলেও অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের মাঝে ঠিক উল্টো।
টাইগারদের এমন জয় যেন স্বপ্নেও ভাবেনি টিম অস্ট্রেলিয়া। তাইতো ম্যাচ শুরুর আগে হয়তো বাংলাদেশ ২-০তে সিরিজ জিতবে এমন কথাতে কিছুটা বিরক্তও হয়েছিলেন অসি অধিনায়ক স্টিভেন স্মিথ। বিস্ময়ও প্রকাশ করেন তিনি।
তবে ঢাকা টেস্টেই এর প্রমাণ পেয়েছেন স্মিথ। বিশ্ব ক্রিকেটকে টাইগাররা আরও একবার দেখিয়ে দিয়েছে, বাংলাদেশ আর সেই আগের দল নেই।
তবে বাংলাদেশের এমন দুর্দান্ত জয় হয়তো মেনে নিতে পারেননি অসিদের সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক! অনেকটা বিস্ময়ের সুরেই বাংলাদেশকে অভিনন্দন জানান তিনি। টুইটে ক্লার্ক লেখেন, ‘বাংলাদেশকে অভিনন্দন। এমন টুইট করতে হবে তা কখনও ভাবিনি। তবে কৃতিত্বটা বাংলাদেশকে দিতেই হবে। এটা তাদের প্রাপ্য। ‘