ফলে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে, বিভিন্ন দেশের কাছ থেকে হুঁশিয়ারি পাওয়ার পরেও এখনই কমছে না কিমের বাড়বাড়ন্ত। বরং আমেরিকা ও তার সহযোগী দেশগুলির সাথে যুদ্ধে বা সরাসরি সংঘাতই কিমের বেশি পছন্দ। আন্তর্জাতিক মহল মনে করছে, উত্তর কোরিয়ার বাড়াবাড়িতে তৃতীয় বিশ্বযুদ্ধ আসন্ন বলে মনে হচ্ছে।জাপানকে লক্ষ্য করে উত্তর কোরিয়ার মিসাইল নিক্ষেপের পরেই উত্তেজন বেড়েছিল আন্তর্জাতিক মহলে। সেই উত্তেজনার পারদ আরও কয়েকগুণ বাড়িয়েছে জাতিসংঘে মার্কিন প্রতিনিধি নিকি হ্যাল আশঙ্কা প্রকাশ করে বলেছেন, জাতিসংঘের সমস্ত নিয়ম তারা অমান্য করেছে। ফলে আমার ধারণা, আরও ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, উত্তর কোরিয়া বিশ্বকে যে বার্তা দিতে চেয়েছে, তা সুস্পষ্ট এবং বিশ্বকে এভাবে অস্থির করতে চেয়ে তারা আসলে নিজেদের আরও বিচ্ছিন্ন করতে চাইছে।
মঙ্গলবার অতর্কিতে জাপানের উপর দিয়ে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার মিলিটারি সূত্রে খবর, স্থানীয় সময় সকাল ৫.৫৭ নাগাদ জাপানের দিকে একটি শক্তিশালী ক্ষেপণাস্ত্র প্রয়োগ করেছিল কিমের দেশ। যা জাপান অতিক্রম করে চলে গেলেও সাময়িক উত্তেজনা তৈরি হয়েছিল। দক্ষিণ কোরিয়ার সেনা ব়্যাডার J-Alert warning system ধরা পড়েছে উত্তর কোরিয়ার মিসাইলটি।