খবর সংবাদ সংস্থা রয়টার্সের।এরপর ট্রাম্প আরও বলেন, উত্তর কোরিয়া দুনিয়াকে যে বার্তা দিতে চেয়েছে তা সুস্পষ্ট এবং বিশ্বকে এভাবে অস্থির করতে চেয়ে তারা আসলে নিজেদের আরও বিচ্ছিন্ন করতে চাইছে।
উল্লেখ্য গতকাল মঙ্গলবার সকালে কিমের দেশের মিসাইল হোক্কাইডো দ্বীপের ৫৫০ কিমি উপর দিয়ে উড়ে যায়। ২৭০০ কিমি পথ অতিক্রম করে তা ঢুকে পড়ে জাপানের আকাশে। গোটা ঘটনায় আশঙ্কিত টোকিও কড়া প্রতিক্রিয়া দিয়ে জানিয়েছে যে, তারা প্রয়োজনে আমেরিকার সঙ্গে হাত মিলিয়ে এর মোকাবিলা করবে।
চীনের ‘শত্রু’ জাপানের আকাশে অতর্কিতে ক্ষেপণাস্ত্র হানার মাধ্যমে আসলে আমেরিকাকেই বার্তা দিল কোরিয়া। কারণ চীনের সঙ্গে সুসম্পর্ক না থাকার কারণে জাপান এবং আমেরিকা ‘স্বাভাবিক মিত্র’। আবার মার্কিন প্রেসিডেন্টও ‘সব সম্ভবনাই খোলা থাকছে’ বলে আদতে জাপানের পাশে থাকার ইঙ্গিতই স্পষ্ট করেছেন।