জাতীয়তাবাদী দল সমর্থিত শিক্ষাবিদ ও পেশাজীবী নেতাদের সঙ্গে গতকাল মঙ্গলবার রাতে বৈঠক করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে রাত সাড়ে ৮টায় রুদ্ধদ্বার বৈঠক শুরু হয়। চলে প্রায় পৌনে তিন ঘণ্টা।
বৈঠকে উপস্থিত একটি সূত্র জানিয়েছে, দেশের রাজনৈতিক পরিস্থিতি ও আন্দোলনের বিষয়ে শিক্ষাবিদ ও পেশাজীবী নেতাদের মতামত শোনেন খালেদা জিয়া। বৈঠকে কবি আল মাহমুদ, সাবেক প্রধান বিচারপতি আব্দুর রউফ, শিক্ষাবিদ অধ্যাপক এমাজউদ্দীন আহমদ, চিকিৎসক অধ্যাপক এম এ মাজেদ, অধ্যাপক মবিন খান, ড. জাফরুল্লাহ চৌধুরী, অধ্যাপক সদরুল আমিন, অধ্যাপক আনোয়ারুল্লাহ চৌধুরী, অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার, অধ্যাপক দিলারা চৌধুরী, চলচ্চিত্র পরিচালক আমজাদ হোসেন, গাজী মাজহারুল আনোয়ার, প্রকৌশলী মহসিন আলী, মুহাম্মদ ইসহাক, মুহাম্মদ আজিজুর রহমান, সাংবাদিক শফিক রেহমান, শওকত মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।
বৈঠকের পর ইসলামী ঐক্যজোটের একটি অংশের নেতারা খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন।
এদিকে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫০তম জন্মদিন উপলক্ষে ‘অকুতোভয় দেশনায়ক তারেক রহমান’ শীর্ষক প্রকাশনার মোড়ক উন্মোচন করা হবে আজ বুধবার। রাত সাড়ে ৮টার দিকে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে মোড়ক উন্মোচন করবেন খালেদা জিয়া।
খালেদা জিয়ার আবেদনের ওপর আদেশ ৩০ নভেম্বর : জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হাইকোর্টের আদেশের বিরুদ্ধে খালেদা জিয়ার করা লিভ টু আপিল আবেদনের ওপর আগামী ৩০ নভেম্বর আদেশের দিন ধার্য করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে পাঁচ বিচারপতির বেঞ্চ গতকাল মঙ্গলবার এ আদেশ দেন। গত সোমবার এর জন্য দিন ধার্য থাকলেও আপিল বিভাগ তারিখ পরিবর্তন করেছেন।