মোশাররফের মন্ত্রিত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টের রুল

টপ নিউজ
image_155309.highcort (2)লাভজনক পদ হোটেল কোম্পানি পেনিনসুলা চিটাগাং লিমিটেডের চেয়ারম্যান হিসেবে বহাল থেকেও ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন কোন কর্তৃত্ববলে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে রয়েছেন, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে মোশাররফকে মন্ত্রী পদ থেকে পদত্যাগ করতে কেন বলা হবে না, তাও জানতে চেয়েছেন আদালত। এক রিট আবেদনের প্রাথমিক শুনানী শেষে মঙ্গলবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল জারি করে এ আদেশ দেন।
সুপ্রীম কোর্টের আইনজীবী জেড আই খান পান্না গত রবিবার এই রিট আবেদনটি করেন। এতে বলা হয়, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন হোটেল কোম্পানি পেনিনসুলা চিটাগাং লিমিটেডের চেয়ারম্যান হওয়ার পরও মন্ত্রীর দায়িত্ব পালন করছেন, যা সংবিধানের ১৪৭ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক। বিবাদী মন্ত্রী মোশাররফ, মন্ত্রিপরিষদ সচিব ও জয়েন্ট স্টক কোম্পানিজ এ্যান্ড ফার্মসের রেজিস্ট্রারকে তিন সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে হবে।
এ ছাড়া জয়েন্ট স্টক কোম্পানিজ এ্যান্ড ফার্মসের রেজিস্ট্রারকে পেনিনসুলার অডিট প্রতিবেদন ও নথিপত্রও আদালতে জমা দিতে বলা হয়েছে। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন শাহদীন মালিক। অপরদিকে রাষ্ট্রপক্ষে এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি এ্যাটর্নি জেনারেল মো. মোতাহার হোসেন সাজু শুনানী করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *