পাসপোর্ট ইস্যুর ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন বাতিলের দাবি টিআইবি’র

Slider জাতীয়

79814_lead

 

 

 

 

পাসপোর্ট ইস্যুর ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন বাতিল করার আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। একইসঙ্গে পাসপোর্ট ইস্যু করতে আবেদনপত্র সত্যায়ন ও প্রত্যয়ন বিধানও বাতিল চেয়েছে সংস্থাটি। আজ তাদের নিজস্ব কার্যালয়ে ‘পাসপোর্ট সেবায় সুশাসন, চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশকালে এসব তথ্য জানান টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান।
তিনি আরও জানান, ৭৭ শতাংশ পাসপোর্ট সেবা গ্রহণকারী অনিয়ম ও দুর্নীতির শিকার হচ্ছেন। সেবা নিতে ঘুষ দিয়ে থাকেন ৭৩ শতাংশ। এছাড়া সেবা গ্রহীতাদের ৫২ শতাংশ বিভিন্ন ধরণের অনিয়ম ও দুর্নীতির শিকার হয়েছেন। পাসপোর্ট অফিসের সেবা নিতে সেবাগ্রহীতাদের গড়ে ২২০০ টাকা ঘুষ দিতে হয়েছে। আর পুলিশ ভেরিফিকেশনের ক্ষেত্রে গড়ে দিতে হয়েছে ৭৯০ টাকা ঘুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *