ঢাকা: ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) নেতৃত্বধীন জোট ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক ফ্রন্ট’র (এনডিএফ) ডাকা দেশব্যাপী সকাল সন্ধ্যা হরতাল চলছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) ভোর ছয়টা থেকে শুরু হওয়া এ হরতাল সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলবে।
তবে হরতালের কোনো প্রভাব দেখা যায়নি রাজধানীর প্রধান সড়কগুলোতে। অন্যান্য দিনের মতোই স্বাভাবিক রয়েছে যান চলাচল। ভোর থেকেই রাজধানীর গাবতলী থেকে সদরঘাট-যাত্রাবাড়ী, মিরপুর থেকে মতিঝিল-সদরঘাট-যাত্রাবাড়ী, মোহাম্মদপুর থেকে মতিঝিল-যাত্রাবাড়ী, আজিমপুর থেকে আব্দুল্লাহপুর-বোর্ড বাজার অভ্যন্তরীণ রুটসহ সায়েদাবাদ, মহাখালী এবং গাবতলী বাসস্ট্যান্ড থেকে দূরপাল্লার বাস ছেড়ে যেতে দেখা গেছে। রাজধানীর সড়কগুলোও রয়েছে পিকেটার শূন্য।
অন্যদিকে হরতালকে কেন্দ্র করে নেই আইন-শৃঙ্খলা বাহিনীর বাড়তি তৎপরতাও।
মহাখালী বাস টার্মিনালে বাংলানিউজের আলাপ হয় বাস চালক রতন সঙ্গে। তিনি জানান, বাস চালানোর বিষয়ে মালিকের পক্ষ থেকে কোনো ধরনের নিষেধজ্ঞা আসেনি। স্বাভাবিক দিনের মতোই বাস চলাচল করবে।
সুপ্রভাত বাসের চালক রফিক জানান, ‘হরতাল আছে কিনা, কিছু তো বুঝন যায় না। গাড়ী তো চলতাছে, যাত্রীও আছে।’
সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরে গিয়ে নিউইয়র্কের জ্যাকসন হাইটসে প্রবাসী টাঙ্গাইল সমিতির এক অনুষ্ঠানে হযরত মোহম্মদ (সা.), পবিত্র হজ এবং তাবলীগ জামাত নিয়ে আপত্তিকর বক্তব্য দেওয়ায় বিতর্কিত হন আবদুল লতিফ সিদ্দিকী। তার এ বক্তব্যে সারাদেশে নিন্দার ঝড় ওঠে। ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে দেশের বিভিন্ন জেলায় তার বিরুদ্ধে দুই ডজন মামলা হয়।
দীর্ঘদিন দেশের বাইরে অবস্থান করার পর রোববার রাত ৮টা ৪০ মিনিটে ইন্ডিয়ান এয়ার লাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান লতিফ সিদ্দিকী। তবে দেশে ফেরার সঙ্গে সঙ্গে তাকে গ্রেফতার না করায় আবারও ফুঁসে উঠেছে বিভিন্ন রাজনৈতিক দল ও ধর্মভিত্তিক সংগঠনের নেতারা।
এরই মধ্য তার গ্রেফতারের দাবি জানিয়ে আগামী বৃহস্পতিবার হরতালের কর্মসূচির ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলামের আমীর আহমেদ শফি ও মহাসচিব জুনায়েদ বাবু নগরী। ইসলামী ঐক্যজোটও বুধবার হরতালের ঘোষণা দিয়ে রেখেছে।