ঢাকাই চলচ্চিত্রের কালজয়ী একজন অভিনেতার নাম সালমান শাহ্। মৃত্যুর একুশ বছর পেরিয়ে গেলেও তার জনপ্রিয়তায় কোন ভাটা পড়েনি।
তবে দুই দশক পেরিয়ে গেলেও আজও মানুষের কাছে তার মৃত্যু রহস্যময়। যদিও প্রয়াত এই অভিনেতার পরিবার বলছে, সালমান আত্মহত্যা করেনি, বরং তাকে খুন করা হয়েছে।
গত ৭ আগস্ট ফেসবুকে রাবেয়া সুলতানা রুবি নামের একজন নারী যুক্তরাষ্ট্র থেকে একটি ভিডিও বার্তা পাঠান। এই ভিডিও বার্তা পাঠানোর পর সালমানের মৃত্যুরহস্য একদম নতুন দিকে মোড় নেয়।
রুবি সুলতানার ভিডিও বার্তার পর থেকেই মিডিয়ায় উত্তাল সালমান মৃত্যুরহস্য। ছেলের খুনের বদলা নিতে মুখিয়ে আছেন সালমান শাহ্ মা নীলা চৌধুরীও। আর এমন অবস্থায় সালমানের মা বসতে চান দেশের অভিনেতা অভিনেত্রী ও শিল্পীদের সঙ্গে। ফেসবুকে নিজের নাম্বার দিয়ে তারকা অভিনেতা শাকিব খানকে কথা বলার অনুরোধও করেন তিনি।
সোমবার দুপুরে ফেসবুকে সালমানের মা নীলা চৌধুরী নিজের নাম্বার দিয়ে শাকিবের সঙ্গে কথা বলার কথা জানিয়ে তিনি লিখেন, আমি সকল শিল্পী, অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে বসতে চাই। শাকিবকে বলছি আমার সাথে কথা বলার জন্য। তোমরাও আমার কাছে সালমানের মতোই মূল্যবান। আমি বর্তমান প্রজন্মের সকলের সঙ্গে বসতে চাই, তোমরা ব্যবস্থা করে আমাকে জানাও।