সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানের উদ্যোগে নারায়ণগঞ্জে আয়োজিত শোক র্যালিতে ড্রোন আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল শনিবারের ওই র্যালিতে বৃষ্টিপাত উপেক্ষা করেই যোগ দেন আওয়ামী লীগের নেতা-কর্মীসহ লক্ষাধিক মানুষ।
এর মধ্যে ৫০ হাজার মানুষের হাতে ছিল জাতির পিতাকে হারানো শোকের চিহ্নবাহী কালো পতাকা।
ড্রোন আতঙ্ক ছড়িয়ে পড়ায় সবাই দিগ্বিদিক ছোটাছুটি করতে থাকে। অনেকে দৌড়ে আশপাশের দোকানের ভেতর ঢুকে দোকান বন্ধ করে দেন। র্যালি পর্যবেক্ষণের জন্য উপরে রাখা ড্রোন ক্যামেরা নিচে নেমে পড়লে এ আতঙ্কের সৃষ্টি হয়। পরে শতাধিক পুলিশ সদস্য সমাবেশ মঞ্চের আশপাশে এসে অবস্থান নিয়ে পরিস্থিতি শান্ত করেন। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
জানা গেছে, দলীয় কোন্দল-কলহ নিরসনের লক্ষ্যে জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাদের এক প্লাটফর্মে আনার জন্য শামীম ওসমান ওই র্যালি করেন। র্যালিটি শহর প্রদক্ষিণ করার কথা থাকলেও প্রায় অর্ধলাখ নেতা-কর্মীর উপস্থিতির কারণে দীর্ঘ লাইন শহরের চাষাড়া থেকে ২ নম্বর রেলগেট পর্যন্ত পৌঁছে যায়। তবে এতে নারায়ণগঞ্জের মেয়র সেলিনা হায়াৎ আইভীকে দেখা যায়নি। জেলা আওয়ামী লীগ সভাপতি আবদুল হাই ও মহানগর আওয়ামী লীগ সভাপতি আনোয়ার হোসেনও অনুপস্থিত ছিলেন।