শ্রীপুরে পাইলট স্কুলে ‘সততা স্টোর’ উদ্বোধন

Slider গ্রাম বাংলা

সততা স্টোর

রাতুল মন্ডল শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুরে একটি বিদ্যালয়ে দূনীতি দমন কমিশনের ‘‘সততা স্টোর’’ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে শ্রীপুর প্রাইলট উচ্চ বিদ্যালয়ের একটি কক্ষে ‘‘সততা স্টোর’’ নামে একটি বিক্রেতাহীন কনফেকশনারী দোকানের উদ্ধোধন করা হয়।
বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও পৌর আ’লীগের সাধারণ সম্পাদক শেখ নজরুল ইসলামের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মো.মনিরুল ইসলামের সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে উপস্থিত থেকে ফিতা কেটে ‘‘সততা স্টোর’’ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেহেনা আকতার। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম, পরিচালনা পর্ষদের সদস্য মো.আবদুল হাই, জাহানারা বেগম প্রমূখ। উদ্বোধনের আগে ইউএনও রেহেনা আকতার বিদ্যালয়ের শত শত শিক্ষার্থীদের দূনীতির বিরুদ্ধে শপথ বাক্য পাঠ করিয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, এই সততা স্টোরে কোন বিক্রেতা থাকবে না। তোমাদের প্রয়োজনীয় শিক্ষা সামগ্রীসহ খাবারের বিভিন্ন পণ্য থাকবে। যা তোমরা নিজের হাতে স্টোর থেকে নিয়ে খাতায় লিখি টাকা বক্সে ফেলে আসবে। চাটে থাকা পণ্যের মূল্য তুমি সঠিক ভাবে দিচ্ছি কি না এটাই তোমার সততা শিক্ষার মূলধন।
রাতুল মন্ডল
শ্রীপুর,গাজীপুর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *