এটিএম থেকে এবার টাকার বদলে বেরোবে ওষুধ। হ্যাঁ ঠিকই শুনছেন, এটিএম থেকে খুব তাড়াতাড়িই পাওয়া যাবে ট্যাবলেট, ক্যাপসুল ইত্যাদি। নেপেথ্য ভারতের কয়েকটি রাজ্য সরকার। গ্রামাঞ্চলে হেলথ এটিএমের বিষয়ে বহুদিন ধরেই ভাবনাচিন্তা শুরু হয়েছিল ৷ অল্প কিছুদিনের মধ্যে সেই স্বপ্ন বাস্তবায়িত হবে।
স্বাস্থ্যক্ষেত্রে দীর্ঘদিন ধরে কমর্রত বেসরকারি সংস্থা বিশ ফাউন্ডেশন খুব তাড়াতাড়িই রাজস্থানে একটি নতুন প্রকল্প শুরু করতে চলেছে, যাতে সারা দোশে হেলথ এটিএম বসানোর কাজ শুরু হবে। বিশ ফাউন্ডেশনের সিইও সৌমিত্র ঘোষ অতি সম্প্রতি এক বিবৃতিতে জানিয়েছেন, আগামী জানুয়ারি থেকে রাজস্থানে প্রকল্পটির বাস্তবায়নের কাজ শুরু হবে। শুধু রাজস্থানই নয়, ওড়িশা আর মধ্যপ্রদেশেও এরকম এটিএম বসানোর কথাবার্তা প্রায় পাকা হয়ে গেছে। তিনি আরও জানিয়েছেন, সরকার ও বিভিন্ন অঞ্চলের লোকজনের সঙ্গে কথাবার্তা বলে তাদের প্রয়োজন ও চাহিদা অনুসারে কীভাবে হেলথ এটিএমের পরিকল্পনা হবে ও সেখানে ঠিক কী কী ওষুধ রাখা হবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ভারতের প্রত্যন্ত গ্রামাঞ্চলে যদি এই সুবিধে পৌঁছে দেওয়া যায়, তাহলে আপদকালীন পরিস্থিতিতে গ্রামবাসীদের হয়রান হতে হবে না বলেই সকলের আশা।
স্বাস্থ্যক্ষেত্রে দীর্ঘদিন ধরে কমর্রত বেসরকারি সংস্থা বিশ ফাউন্ডেশন খুব তাড়াতাড়িই রাজস্থানে একটি নতুন প্রকল্প শুরু করতে চলেছে, যাতে সারা দোশে হেলথ এটিএম বসানোর কাজ শুরু হবে। বিশ ফাউন্ডেশনের সিইও সৌমিত্র ঘোষ অতি সম্প্রতি এক বিবৃতিতে জানিয়েছেন, আগামী জানুয়ারি থেকে রাজস্থানে প্রকল্পটির বাস্তবায়নের কাজ শুরু হবে। শুধু রাজস্থানই নয়, ওড়িশা আর মধ্যপ্রদেশেও এরকম এটিএম বসানোর কথাবার্তা প্রায় পাকা হয়ে গেছে। তিনি আরও জানিয়েছেন, সরকার ও বিভিন্ন অঞ্চলের লোকজনের সঙ্গে কথাবার্তা বলে তাদের প্রয়োজন ও চাহিদা অনুসারে কীভাবে হেলথ এটিএমের পরিকল্পনা হবে ও সেখানে ঠিক কী কী ওষুধ রাখা হবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ভারতের প্রত্যন্ত গ্রামাঞ্চলে যদি এই সুবিধে পৌঁছে দেওয়া যায়, তাহলে আপদকালীন পরিস্থিতিতে গ্রামবাসীদের হয়রান হতে হবে না বলেই সকলের আশা।
-কলকাতা