ব্রিটিশ কলম্বিয়ার ভিক্টোরিয়ার কাছাকাছি গালফ আইল্যান্ড ন্যাশনাল পার্কে বিবাহোত্তর সংবর্ধনা চলছিলো মিশেল আর হেইনার এর। ঠিক একই সময়ে স্পিডবোটে সমুদ্রমন্থনে নেমেছিলেন প্রধানমন্ত্রী (কানাডা) জাস্টিন ট্রুডো।
বিচে স্পিডবোটে জাস্টিন ট্রুডোকে দেখে তার সাথে সেলফি তুলতে চাইলেন নবদম্পত্তি। বিয়ের পোশাক পরেই বর কনে চড়ে বসলেন স্পিডবোটে।
প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে প্রস্তাবটা দিতেই তিনি সহাস্যে বলে উঠলেন,’আমি কিন্তু গায়ের শার্ট খুলতে পারবো না। ‘ ঠিক এক বছর আগে ট্রুডো গায়ের শার্ট খুলে ছবি তুলেছিলেন আরেক দম্পত্তির সাথে।
প্রধানমন্ত্রী জাস্টিন টুডো দুই দুইবার চুমু খেলেন মিশেলের গালে। মুহূর্তটা ক্যামেরাবন্দি হয়ে গেলো সঙ্গে সঙ্গে। মিশেল বললেন, শার্ট ছাড়া প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি না হলেও শার্ট পরিহিত প্রধানমন্ত্রীর চুমোও তিনি উপভোগ করেছেন।